নূরাণী বিভাগ:
এ বিভাগে নূরাণী পদ্ধতিতে শিশুদেরকে স্বল্প সময়ে তাজবীদসহ সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত , দৈনন্দিন প্রয়োজনীয় মাসয়ালা ও সূরা ক্বেরাত হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
নাজেরা বিভাগ:
এ বিভাগে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধভাবে প্রশিক্ষণের মাধ্যমে হিফজ পড়ার যোগ্য করে গড়ে তোলা হয়।
হিফজুল কুরআন বিভাগ:
অত্র বিভাগে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা স্বল্প সময়ে কুরআন মাজিদ হিফয করার পাশাপাশি নিজস্ব তত্ত্বাবধানে একাডেমিক পদ্ধতিতে বাংলা , ইংরেজি , আরবি , গণিত , কম্পিউটার , সাধারণ জ্ঞান ইত্যাদি শিক্ষা দেওয়া হয়।
কিতাব বিভাগ:
এ বিভাগে মিযান জামায়াত থেকে পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত দরস দেওয়া হয়। (প্রস্তাবিত)
একাডেমিক (প্লে-আলিম) বিভাগ :
অত্র বিভাগে প্লে গ্রুপ থেকে আলিম পর্যন্ত শ্রেণি ভিত্তিক বাংলাদেশ মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আবশ্যিক বিষয় সমূহের পাশাপাশি কম্পিউটার , সাধারণ , ড্রইং ইত্যাদি শিখানো হয়।