অধ্যক্ষ
বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার বর্তমান যুগে কুরআন –সুন্নাহ ভিত্তিক শিক্ষা টিকিয়ে রাখার জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী। যে শিক্ষা ব্যবস্থায় থাকবে কুরআন ও হাদিসের পশিাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান। কেননা বর্তমান সমাজে সমন্বিত শিক্ষা ব্যবস্থার অভাবে সরলমনা শিক্ষার্থীরা এককেন্দ্রীক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। ফলে কেউ হারাচ্ছে দ্বীনী শিক্ষা। আবার কেউ হারাচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা। তাই সময়ের এ দাবী পূরণার্থে ইসলামী ও যুগোপযুগী শিক্ষার সমন্বয়ে দারুল হাবীব মডেল মাদ্রাসার অভিযাত্রা।