প্রিয় অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান হলো, আপনার সন্তান আপনার সম্পদ ও জাতির ভবিষ্যত। যথার্থ যত্নে ওরা হতে পারে একটি দিগন্ত উজ্বলকারী নক্ষত্র। ওদের যত্নে সামান্য অবহেলা ও বিন্দুমাত্র উদাসীনতা কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা ভাবতেও গা শিউরে উঠে। ওদেরকে বিপথে নেয়ার জন্য ঘরের কোনে, অলিতে গলিতে ও রাজপথের প্রতিটি বাঁকে সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে নানা আয়োজনে নানাজন ও নানাগোষ্ঠী অগণিত প্রলোভনের পসরা নিয়ে। তাই ওদেরকে আপনার দৃষ্টির সীমানায় রাখুন। আদর্শ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাহচর্যে গড়ে তুলুন আদর্শ মানুষ হিসেবে। এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিন , যা শুধু দুনিয়াই নয় পরকালীন মুক্তির পথও দেখাবে। বাঁচাবে তাকে , বাঁচাবে আপনাকেও। দারুল হাবীব মডেল মাদ্রাসা তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আপনাদের মতামত , পরামর্শ ও অভিপ্রায় নিয়েই সাজিয়েছি আপনার সন্তানের এ কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা কারিকুলাম। আর ভবিষ্যতেও আপনাদের সুচিন্তিত পরামর্শ , উত্তরোত্তর অভিজ্ঞতা এবং অগ্রগতি পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের ভিত্তিতে উৎকর্ষ ঘটানোই থাকবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্ট।